নিজেকে প্রকাশ করার নতুন উপায় নিয়ে এল Facebook। এবার Facebook এর 200 কোটি গ্রাহক Facebook Stories এ ছবি বা ভিডিওর সাথেই গান পোস্ট করতে পারবেন।
“আর News Feed এও এই ফিচার নিয়ে আসছি!” বলে এক বিবৃতিতে জানিয়েছে Facebook। এর সাথেই মার্কিন টেক জায়েন্ট জানিয়েছে প্রোফাইলের ছবির সাথেও গান যোগ করা যাবে।
Instagram এ যেভাবে ছবি ও ভিডিওর সাথে গান পোস্ট করা যায় একই ভাবে কাজ করবে Facebook এর এই ফিচার।
একটি ভিডিও বা ছবি তুলে তার উপরে ট্যাপ করে মিউজিক স্টিকার সিলেক্ট করতে হবে। সেখানে পছন্দের গান সিলেক্ট করে স্টিকার যোগ করে দিতে হবে। এই স্টিকারের জায়গা বদল করা সম্ভব। এমনকি এই স্টিকার বদলে নতুন স্টিকার লাগাতে পারবেন গ্রাহকরা।
নতুন এই ফিচারের সাথেই কোম্পানি জানিয়েছে "Lip Sync Live" ফিচার যোগ হচ্ছে। নতুন এই ফিচারে যে কোন গানের সাথে লিপ সিঙ্ক করা যাবে। গোটা বিশ্বের Facebook গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন