প্রেস বিবৃতিতে WhatsApp জানিয়েছে, 31 ডিসেম্বর 24 ঘণ্টা সময়ের মধ্যে মোট দশ হাজার কোটির বেশি মেসেজ পাঠানো হয়েছে। এর আগে কখনও এত কম সময়ে WhatsApp-এ এত মেসেজ পাঠানো হয়নি।
নতুন বছরের প্রাক্কালে শুধুমাত্র ভারত থেকে 2000 কোটি মেসেজ পাঠানো হয়েছে
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp। রোজই এই মেসেজিং সার্ভিস ব্যবহার করে কয়েকশো কোটি ছবি, ভিডিও ও মেসেজ পাঠানো হয়। যদিও নতুন বছরের প্রাক্কালে গোটা দশকের সব রেকর্ড চুরমার হয়ে গেল। নতুন বছরের আগে গোটা বিশ্বের গ্রাহকরা মোট দশ হাজার কোটি মেসেজ আদান প্রদান করেছেন। এর মধ্যে শুধুমাত্র ভারত থেকে 2000 কোটি মেসেজ পাঠানো হয়েছে। মোট দশ হাজার কোটি মেসেজের মধ্যে 1200 কোটি ছবি পাঠিয়েছেন গ্রাহকরা।
সম্প্রতি এক প্রেস বিবৃতিতে WhatsApp জানিয়েছে, 31 ডিসেম্বর 24 ঘণ্টা সময়ের মধ্যে মোট দশ হাজার কোটির বেশি মেসেজ পাঠানো হয়েছে। এর আগে কখনও এত কম সময়ে WhatsApp-এ এত মেসেজ পাঠানো হয়নি। এটাই এক দিনে WhatsApp মেসেজের রেকর্ড। WhatsApp জানিয়েছে মোট দশ হাজার কোটি মেসেজের মধ্যে 1200 কোটি ছবি পাঠিয়েছেন গ্রাহকরা।
গোটা বিশ্ব WhatsApp-এর এই বিপুল জনপ্রিয়তার সাথেই এক দিনে ভারতীয়দের এই বিশাল অংশগ্রহণ নজর কেড়েছে। WhatsApp জানিয়েছে নতুন বছরের প্রাক্কালে ভারত থেকে 2000 কোটি মেসেজ পাঠানো হয়েছে। যা গোটা বিশ্বের মোট মেসেজের পাঁচ ভাগের এক ভাগ। ভারতে গত কয়েক বছরে বিশাল সাফল্য পেয়েছে WhatsApp। এখনও প্রতি মাসে ভারতে গ্রাহক সংখ্যা হু হু করে বাড়ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26, Galaxy S26 Ultra Design Spotted in Leaked Hands-On Images