সম্প্রতি একটি Apple Store-এ iPad-এ বিস্ফোরনের খবর পাওয়া গেল। রবিবার ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডসের আমস্টারডামের Apple Store-এ। তবে এই ঘটনায় দোকানের কোন কর্মী বা কোন গ্রাহক আহত হন নি। বিস্ফোরনের সাথে সাথেই iPad টিকে সরিয়ে তার উপরে বালি চাপা দিয়ে দেল দোকানের এক কর্মী। তবে iPad থেকে নির্গত ধোঁয়ায় দোকানে উপস্থিত তিন গ্রাহকের শ্বাসকষ্ট শুরু হয়। ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারনেই এই বিষ্ফোরন হয়েছে বলে জানানো হয়েছে।
নেদারল্যান্ডসে এক রিপোর্টে জানানো হয়েছে এই ঘটনার পরেই দোকানে আগুন নেভাতে দমকল উপস্থিত হয়। দোকান থেকে ক্ষতিকারক গ্যাস বার করে দিতে সাময়িকভাবে দোকানটি বন্ধ করে দেওয়া হয়। iPad থেকে নির্গত বিষাক্ত গ্যাসে দোকানে উপস্থিত তিন গ্রাহকের শ্বাসকষ্ট শুরু হয়। দোকান থেকে বিষাক্ত গ্যাস বেড়িয়ে যাওয়ার পরে আবার খুলে যায় আমস্টারডামের Apple Store। যদিও ঠিক কোন মডেলের iPad থেকে এই বিভ্রাট ঘটল তা জানা যায়নি।
এই বছর জানুয়ারি মাসে জুরিখে iPhone সারানোর সময় ব্যাটারি ফেটে আহত হয়েছিলেন এক Apple কর্মী। সেই সময় তৎক্ষণাৎ দোকান থেকে 50 জন গ্রাহককে বার করা হয়েছিল। iPhone থেকে ব্যাটারি খোলার সময় এই দুর্ঘটনা বলে জানা গিয়েছিল।
2016 সালে গাড়িতে নতুন iPhone 7 এ আগুন ধরে যাওয়ার খবর সামনে এসেছিল। একই বছরে iPhone 7 Plus ফোনের ব্যাটারিতেও আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। এই ঘটনাগুলি আমাদের স্মার্টফোনে ব্যবহার হওয়া লিথিয়াম আয়ন ব্যাটারির সুরক্ষা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন