Toughbook সিরিজে নতুন FZ-L1 ট্যাবলেট লঞ্চ করল Panasonic। নাম শুনেই বোঝা যাচ্ছে শক্তপোক্ত ল্যাপটপের জন্যই Toughbook নাম দেওয়া হয়েছে। যদিও সাধারন ট্যাবলেটের থেকে Toughbook সিরিজের ট্যাবলেটের দাম অনেকটাই বেশি হয়। দামে প্রিমিয়াম হলেও ট্যাবলেটের ভিতরে মিডরেঞ্জ স্পেসিফিকেশান ব্যবহার করা হয়েছে। এন্টারপ্রাইস সেগমেন্টে বিশেষ গ্রাহকদের কথা মাথায় রেখেই নতুন এই ট্যাবলেট ডিজাইন করেছে Panasonic। দারুণ টেকসই এই ল্যাপটপে থাকবে 7 ইঞ্চি ডিসপ্লে, কোয়াডকোর Qualcomm MSM8909 চিপসেট, 2GB RAM আর লেটেস্ট Android Oreo।
আপাতত শুধুমাত্র মার্কিন যুক্ত্রাষ্ট্রে Panasonic Toughbook FZ-L1 পাওয়া যাবে। FZ-L1 এর দাম 1,499 মার্কিন ডলার (প্রায় 1,03,000 টাকা)।
নতুন Panasonic Toughbook FZ-L1 তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Toughbook FZ-L1 তে আছে একটি 7 ইঞ্চি HD ডিসপ্লে। বৃষ্টির মধ্যেই এই টাচস্পিন কাজ করবে। এমনকি গ্লাভস পড়ে থাকলেও কাজ করবে এই টাচস্ক্রিন। Toughbook FZ-L1 এর ভিতরে থাকবে একটি কোয়াড-কোর Qualcomm MSM8909 প্রসেসার, 2GB RAM আর 16GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Toughbook FZ-L1 তে একটি 8MP রিয়ার ক্যামেরার সাথে একটি LED ফ্ল্যাশ থাকবে। যদিও এই ট্যাবলেটের সামনে কোন ক্যামেরা ব্যবহার করা হয়নি। কানেক্টিভিটির জন্য Panasonic Toughbook FZ-L1 তে থাকবে LTE, Wi-Fi, Bluetooth 4.1, NFC, Micro-USB আর একটি হেডফোন জ্যাক। টেকশই এই ট্যাবলেটে অ্যাক্সেলেরোমিটার ও অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার ব্যবহার করেছে Panasonic।
Panasonic Toughbook FZ-L1 ট্যাবলেটে একটি 3200 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কোম্পানি জানিয়েছে একবার ফুল চার্জে এই ট্যাবলেট 12 ঘন্টা চলবে। ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্ট Toughbook FZ-L1 ট্যাবলেটটি IP65/67 ও MIL-STD 810G সার্টিফায়েড। Panasonic Toughbook FZ-L1 এর ওজন 421 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন