আপডেটে আরও সুরক্ষিত হল Poco F1, যোগ হল ডার্ক মোড
MIUI 10 9.3.28 গ্লোবাল বিটা আপোডেটের হাত ধরে Poco F1 ফোনে Widevine L1 সাপোর্ট পৌঁছাল। এর ফলে Amazon Prime ও Hotstar অ্যাপ হাই ডেফিনেশান স্ট্রিম করা যাবে। নতুন আপডেটে যোগ হয়েছে মার্চ মাসের Android সিকিউরিটি প্যাচ। এছাড়াও যোগ হয়েছে ডার্ক মোড।