বড়দিন ও নতুন বছর উপলক্ষে নতুন অফার নিয়ে হাজির হল BSNL। এই অফারে 1,999 টাকা প্ল্যানে অতিরিক্ত 60 দিন বৈধতা পাওয়া যাবে। 25 ডিসেম্বর থেকে এই অফার শুরু হবে।
আপাতত শুধুমাত্র তামিলনাড়ু সার্কেলে এই প্ল্যান চালু করা হয়েছে। 25 জুন থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার শুরু করতে পারবেন। এর ফলে স্বল্প মূল্যে গ্রাহকরা হাই স্পিড ডাটা ব্যবহার করতে পারবেন।