ঘাড়ে নিঃশ্বাস ফেলছে Jio, প্রবল চাপে Airtel
COAI রিপোর্টে প্রত্যেক সার্কেলের গ্রাহক সংকগ্যা বিস্তারে জানানো হয়েছে। এই রিপোর্টে জানানো হয়েছে ভারতে বৃহত্তম মোবাইল সার্কেল উত্তরপ্রদেশ (পূর্ব)। এই সার্কেলের মোট গ্রাহক সংখ্যা 8.75 কোটি। গ্রাহক সংখ্যার বিচারে ভারতে দুই নম্বরে রয়েছে মহারাষ্ট্র সার্কেল।