জিওসাওয়ান প্রো সাবস্ক্রিপশন থাকলে অ্যাপে বিজ্ঞাপন মুক্ত গান, আনলিমিটেড গান ডাউনলোড, আনলিমিটেড জিও টুন, এবং দ্বিগুণ উন্নত অডিও কোয়ালিটির সুবিধা পাওয়া যায়।
মার্চ মাসে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং সার্ভিস Saavn কিনে নেওয়ার কথা ঘোষণা করেছিল Jio। এবার সেই অধিগ্রহনের কাজ শেষ হল। ইতিমধ্যেই App Store এ নতুন এই অ্যাপের নাম বদলে হয়েছে JioSaavn।