Lava Blaze Dragon স্টক অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলবে বলে জানা গিয়েছে। এর অর্থ হল ব্লোটওয়্যার বা আগে থেকে ইন্সটলড অ্যাপ থাকবে না। ফলে ভাল পারফরম্যান্স ও সময়মতো সফটওয়্যার আপডেট পাওয়া যেতে পারে।
Lava Blaze AMOLED 2 স্টক অ্যান্ড্রয়েড, স্লিক ডিজাইন, ও স্মুদ পারফরম্যান্সের সাথে আসবে। আর Lava Blaze Dragon হল একটি পারফরম্যান্স-কেন্দ্রিক ফোন। এটি তাদের জন্য যারা দ্রুত কাজ করে, প্রচুর মাল্টিটাস্ক করে এবং আনলিমিটেড গেম খেলে।