Lava Blaze Dragon স্টক অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলবে বলে জানা গিয়েছে। এর অর্থ হল ব্লোটওয়্যার বা আগে থেকে ইন্সটলড অ্যাপ থাকবে না। ফলে ভাল পারফরম্যান্স ও সময়মতো সফটওয়্যার আপডেট পাওয়া যেতে পারে।
Lava Blaze AMOLED 5G বিক্রি হবে 4 জিবি, 6 জিবি ও 8 জিবি র্যাম ভেরিয়েন্টে। প্রতিটি ভেরিয়েন্টে 128 জিবি স্টোরেজ উপলব্ধ। অতিরিক্ত 8 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ ভার্চুয়াল র্যাম হিসাবে ব্যবহার করা যাবে।