Mi 9 ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি ছোট নচ। ফোনের পিছনের তিনটি ক্যামেরা দেখা দিয়েছে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।
LG G8 ThinQ ফোনে একটি 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর 6.1 ইঞ্চি ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকবে লেটেস্ট Sanpdragon 855 চিপসেট। এছাড়াও থাকছে 3,400 mAh ব্যাটারি। সম্প্রতি প্রকাশিত ছবিতে ইতিমধ্যেই জানা গিয়েছে এই ফোনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে।
24 ফেব্রুয়ারী লঞ্চ হবে বহু প্রতীক্ষিত Nokia 9 PureView। সম্প্রতি প্রকাশিত এই ফোনে পাঁচটি ক্যামেরা থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে। Nokia 9 PureView ছাড়াও আরও একটি স্মার্টফোন লঞ্চের ইঙ্গিত পাওয়া গিয়েছে এই টিজারে।