। 1,500 টাকা পর্যন্ত সস্তা হয়েছে Nokia 1, Nokia 2.1 আর Nokia 6.1 Plus। 6GB RAM ভেরিয়েন্টে Nokia 6.1 Plus কিনলে HDFC কার্ড গ্রাহকরা অতিরিক্ত 15 শতাংশ ছাড় পাবনে।
Nokia 8.1 ফোনে 6.18 ইঞ্চি HDR10 ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, Snapdragon 710 চিপসেট, Android 9.0 Pie আর 3,500 mAh ব্যাটারি। সোমবার ভারতে আসছে এই স্মার্টফোন। আজ বিকেল 5:30 মিনিটে নতুন দিল্লিতে এক ইভেন্টে শুরু হবে লঞ্চ ইভেন্ট।