Redmi K30 Pro প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। ফোনের পিছনে মোট চারটি ক্যামেরা থাকবে। Redmi ফ্ল্যাগশিপে থাকতে পারে Snapdragon 865 চিপসেট।
ডিসেম্বরে লঞ্চ হবে Redmi K30। সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন Redmi প্রধান লু ওয়েইবিং। নতুন সিরিজে Redmi K30 আর Redmi K30 Pro ফোন দুটি লঞ্চ করতে পারে Xiaomi।
চলতি বছর লঞ্চ হওয়ার কথা ছিল Redmi K30। তবে 2020 সালের আগে এই ফোন লঞ্চ কর[বে না Xiaomi। সম্প্রতি এক শোশ্যাল মিডিয়া পোস্টে Redmi K30 লঞ্চ পিছিয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন Redmi প্রধান লু ওয়েইবিং।