Jio Fiber এর মাধ্যমে ভারতবাসীর ধরে ঘরে ফাইবার ব্রডব্যান্ড পাঠিয়ে দেওয়ার স্বপ্ন দেখছে মুকেশ আম্বানি। 700 টাকা থেকে 10,000 টাকা প্রতি মাসের মধ্যে ফাইবার ব্রডব্যান্ডের বিভিন্ন প্ল্যান ব্যবহার করা যাবে।
সোমবার Jio GigaFiber এর সামনে থেকে পর্দা সরালেন কোম্পানির প্তধান মুকেশ আম্বানি। তিনি জানিয়েছেন 5 সেপ্টেম্বর বাণিজ্যিকভাবে Jio GigaFiber পরিষেবা শুরু হবে।
এই সভায় মুকেশ বলেন মাত্র 22 মাসে Reliance Jio-র গ্রাহক সংখ্যা 21.5 কোটি ছাড়িয়ে গিয়েছে। এই সময়ে মাসে 125 কোটি GB ডাটা ব্যবহার থেকে এখন গ্রাহকরা মাসে 240 কোটি GB ডাটা ব্যবহার করেন।