সম্প্রতি ভিভো কোম্পানির নতুন একটি হ্যান্ডসেট সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস হয়ে গিয়েছে। এই তথ্যগুলি ভিভো কোম্পানির একটি নতুন হ্যান্ডসেট লঞ্চের পরামর্শ দিচ্ছে। মনে করা হচ্ছে খুব শীঘ্রই ভারতের বাজারে Vivo T4X 5G হ্যান্ডসেটটি আসতে চলেছে। হ্যান্ডসেটটি 15,000 টাকার নিচে বাজারে আসতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে
আবারও ভিভো কোম্পানি ভারতের বাজারে ধামাকা করতে চলেছে। শোনা যাচ্ছে Vivo কোম্পানি একটি নতুন স্মার্টফোন খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করতে পারে, যেটির নাম Vivo T4X 5G। এর আগে কোম্পানি Vivo T3X 5G হ্যান্ডসেটটি লঞ্চ করেছিল। সম্প্রতি Vivo T4X 5G-ফোনটির দাম, ডিজাইন সহ ব্যাটারী সম্বন্ধিত কিছু তথ্য ফাঁস করা হয়েছে