Vivo X300 সিরিজ ভারতে এই তারিখে লঞ্চ হচ্ছে, ফোনেই এবার DSLR-এর মতো ছবি!
Vivo X300 সিরিজে Zeiss টেলিফটো এক্সটেন্ডার কিট পাওয়া যাবে। DSLR ক্যামেরার স্টাইলে উভয় ফোনের ক্যামেরায় Zeiss 2.35x টেলিকনভার্টার লেন্স লাগানো যাবে। ফলে দূরের বস্তুকে আরও কাছ থেকে ক্যামেরাবন্দি করা যাবে। এতে ছবি ঝাপসা হবে না ও গুণগত মান ঠিক থাকবে। এটি আলাদা অ্যাক্সেসরি হিসেবে বিক্রি হবে।