Vivo X300 সিরিজের মুখ্য আকর্ষণ হল ক্যামেরা। দুই ফোনেই Zeiss-এর সহযোগিতায় তৈরি ইমেজিং সিস্টেম, 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। উভয় স্মার্টফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর ব্যবহার করা হয়েছে। Vivo X300 এবং Vivo X300 Pro-এর সঙ্গে Zeiss 2.35x টেলিকনভার্টার কিট অফার করছে কোম্পানি।
Vivo X300 এর দাম ভারতে 75,999 টাকা থেকে শুরু হতে পারে। বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ মিলবে। অন্য দিকে, 12 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 81,999 টাকা হতে পারে।