একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে Mi 9T। স্পেনে এই ফোনের দাম শুরু হচ্ছে 329 ইউরো (প্রায় 25,900 টাকা) থেকে। 17 জুন বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।
বার নিজেদের লেটেস্ট Bluetooth হেডসেট লঞ্চ করলো Xiaomi। চিনে নতুন এই হেডসেট লঞ্চ করেছে Xiaomi। চিনে কোম্পানির নতুন এই হেডসেটের দাম 299 ইউয়ান (প্রায় 3,200 টাকা)।
সোনি এই ঘোষণা করেছিলো বেশ কয়েকমাস আগে CES 2018 তে। তারা বলেছিল যে তাদের কয়েকটি বর্তমান হেডফোনে গুগলের এই ভার্চুয়াল অ্যাসিস্টেন্স-এর সংযুক্তি ঘটাবে তারা।