শাওমি কোম্পানী ঘোষণা করেছে AI-বৈশিষ্ট্য সমৃদ্ধ HyperOS 2-অপারেটিং সিস্টেম
শাওমি কোম্পানী ঘোষণা করেছে তাদের নতুন এক অপারেটিং সিস্টেম-HyperOS 2।এরআগে 2023 সালের কোম্পানীর HyperOS উন্মোচন করা হয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতেকোম্পানীর এই নতুন উন্মোচন।কোম্পানীর আসন্ন নতুন ডিভাইসগুলি প্রথমথেকেই এই আপডেটটি দ্বারা চালিত হবে এবং ধীরেধীরে পরবর্তী পর্যায়ে এটি স্মার্টফোন সহ অন্যান্য ডিভাইসে পাওয়া যাবে