এই মুহূর্তে 7,000 টাকার নীচে বাজারে রয়েছে একাধিক স্মার্টফোন। Redmi 8A, Nokia 5.1 Plus, Redmi 7, Realme C2, Infinix Note 5 সহ এই বাজেট সেরা পাঁচটি স্মার্টফোনগুলি দেখে নিন।
গ্রাহকদের জন্য বড় চমক, নির্দিষ্ট তারিখের আগেই Redmi 8A ও Redmi 8 স্মার্টফোনে এই স্টেবল আপডেট পৌঁছতে শুরু করল। গ্রাহকরা এই স্টেবল আপডেট ইনস্টল করতে পারবেন।