Zoom -এর বিকল্প পাঁচটা ভিডিও কনফারেন্স অ্যাপ
Zoom ব্যবহার করে বিনামূল্যে একটি কনফারেন্স কলে 100 জন অংশ নিতে পারেন পেইড প্ল্যানে একটি কনফারেন্সে যোগ দিতে পারেন 500 জন। যদিও এই মুহূর্তে ভিডিও কনফারেন্স করার জন্য রয়েছে একাধিক বিকল্প রয়েছে। এমনই পাঁচটা অ্যাপ দেখে নিন।