ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে একটি নতুন স্মাটওয়াচ এবং ইয়ার বাড
বিগত মঙ্গলবার লঞ্চ হলো Google pixel এর আকর্ষণীয় দুটি প্রোডাক্ট pixel Watch 3 এবং Pixel Buds pro 2 ইয়ার বাড।
ভারতে Pixel Watch 3 এর - Wi-Fi কানেকশন যুক্ত 41mm ডিসপ্লে সমৃদ্ধ ঘড়িটির দাম 39,900 টাকা।এবং WiFi যুক্ত 45mm ডিসপ্লে সমৃদ্ধ ঘড়িটির দাম শুরু 43,900 টাকা থেকে। ঘড়িগুলি বিভিন্ন রঙের বিকল্পে উপলব্ধ যেমন সিলভার অ্যালুমিনিয়াম কেস(Porcelain Active Band), শ্যাম্পেন গোল্ড অ্যালুমিনিয়াম কেস (Hazel Active Band), ম্যাট ব্ল্যাক অ্যালুমিনিয়াম কেস (Obsidian Active Band), এছাড়াও ছোট মডেলটি পালিশ সিলভার অ্যালুমিনিয়াম কেস (Rose Quartz Active Band) রঙে পাওয়া যায়।
অন্যদিকে, Pixel Buds Pro 2 এর দাম 22,900 টাকা, Buds টি Hazel, Peony, Porcelain এবং Wintergreen রঙে পাওয়া যাবে।
ভারতে আগামী 22 সে আগস্ট থেকে প্রোডাক্টগুলি ফ্লিপকার্ট, রিলায়েন্স ডিজিটাল এবং ক্রোমার মাধ্যমে পাওয়া যাবে।
পিক্সেল ওয়াচ 3 ঘড়িটিতে দুটি ডিসপ্লে আছে - একটি 1 মিমি এবং অন্যটি 45 মিমি। দুই ভেরিয়েন্টিই কোম্পানির Actua ডিসপ্লে সমৃদ্ধ। কোম্পানীর মতে ঘড়িটিতে 2,000nits পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা আছে। এবং অন্ধকারে এটি 1 nit পর্যন্ত নেমে যেতে পারে। আগের ঘড়ির চেয়ে এই ঘড়িটির বেজেলগুলি 16 শতাংশ বেশি পাতলা।
ঘড়িটিতে হেলথ সংক্রান্ত তথ্যের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটির দ্বারা গ্রাহকদের যে কোনো শারীরিক অবস্থার পরিবর্তন সম্পর্কে জানা যাবে।
ঘড়িটি সর্বক্ষণ ডিসপ্লে মোডে চালিত হলে 24 ঘন্টা পর্যন্ত ব্যাটারি থাকবে এবং ব্যাটারি সেভার মোডে ঘড়িটি 36 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাবে।
কোম্পানীর সেকেন্ড জেনারেশনের ঘড়িগুলির তুলনায় ঘড়িটি 20 শতাংশ ফার্স্ট চার্জিং বহন করতে সক্ষম।
Pixel Buds Pro 2 বাডটি কোম্পানির প্রথম Tensor A1 চিপসেট প্রসেসর যুক্ত TWS ইয়ারবাড। কোম্পানির মতে এই প্রসেসরটি অডিও বহন করার সময়,শব্দের গতির থেকে 90 গুণ দ্রুত শব্দ বহন করে ।এটিতে google এর silent seal 2.0 প্রযুক্তিযুক্ত এক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে ,যেটি উচ্চতর ফ্রিকোয়েন্সিতে শব্দ বাতিল করতে সক্ষম।
Pixel Buds Pro 2 বাডটি 11mm ডাইনামিক ড্রাইভারের সাথে সজ্জিত।এটি একটি ডেডিকেটেড সিগন্যাল পথের মাধ্যমে,প্লেব্যাক মিউজিক সিস্টেম অপ্টিমাইজ করে। বাঁধাহীন কলিং বৈশিষ্ট্যকে উন্নত করার জন্য বাডটির অ্যালগরিদমগুলিকে আপডেট করা হয়েছে।
এরফলে কল করার সময় পরিবেষ্টিত শব্দগুলির মাত্রা হ্রাস পাবে।এছাড়াও এটির মধ্যে সিমলেস অডিও স্যুইচ সিস্টেম আছে। এটির মাধ্যমে কথা বলার সময় উন্নত ANC অ্যাক্টিভেশনের দ্বারা মিডিয়া প্লেব্যাক বন্ধ হয়,কথা পূর্ণ হয়ে গেলে পুনরায় প্লেব্যাক শুরু হয়। বাডটি Find My Device কে সমর্থন করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Uranus and Neptune May Be Rocky Worlds Not Ice Giants, New Research Shows
Steal OTT Release Date: When and Where to Watch Sophie Turner Starrer Movie Online?
Murder Report (2025): A Dark Korean Crime Thriller Now Streaming on Prime Video
12A Railway Colony Now Streaming on Amazon Prime Video: What You Need to Know