মঙ্গলবার ভারতের লঞ্চ হলো Google এর Pixel সিরিজের Pixel Buds Pro 2 এবং Pixel Watch 3

ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে একটি নতুন স্মাটওয়াচ এবং ইয়ার বাড

মঙ্গলবার ভারতের লঞ্চ হলো Google এর Pixel সিরিজের Pixel Buds Pro 2 এবং Pixel Watch 3
হাইলাইট
  • Pixel Watch 3 ঘড়িটি 41mm এবং 45mm ডিসপ্লে আকারে উপলব্ধ।
  • কোম্পানির বর্তমান স্মার্টওয়াচটি ব্যাটারি লাইফের উন্নতির প্রস্তাব দেয়
  • Pixel Buds Pro 2 কার্যকরী ANC যুক্ত।
বিজ্ঞাপন

বিগত মঙ্গলবার লঞ্চ হলো Google pixel এর আকর্ষণীয় দুটি প্রোডাক্ট pixel Watch 3 এবং Pixel Buds pro 2 ইয়ার বাড।

ভারতে Pixel Watch 3 এবং Pixel Buds Pro 2  এর মূল্য, উপলব্ধতা:

ভারতে Pixel Watch 3 এর - Wi-Fi কানেকশন যুক্ত 41mm ডিসপ্লে সমৃদ্ধ ঘড়িটির দাম 39,900 টাকা।এবং WiFi যুক্ত 45mm ডিসপ্লে সমৃদ্ধ ঘড়িটির দাম শুরু 43,900 টাকা থেকে। ঘড়িগুলি  বিভিন্ন রঙের বিকল্পে উপলব্ধ যেমন  সিলভার অ্যালুমিনিয়াম কেস(Porcelain Active Band), শ্যাম্পেন গোল্ড অ্যালুমিনিয়াম কেস  (Hazel Active Band), ম্যাট ব্ল্যাক অ্যালুমিনিয়াম কেস (Obsidian Active Band), এছাড়াও ছোট মডেলটি পালিশ সিলভার অ্যালুমিনিয়াম কেস (Rose Quartz Active Band) রঙে পাওয়া যায়।

অন্যদিকে, Pixel Buds Pro 2 এর দাম 22,900 টাকা, Buds টি Hazel, Peony, Porcelain এবং Wintergreen রঙে পাওয়া যাবে।

ভারতে আগামী  22 সে আগস্ট থেকে প্রোডাক্টগুলি ফ্লিপকার্ট, রিলায়েন্স ডিজিটাল এবং ক্রোমার মাধ্যমে পাওয়া যাবে।

Pixel watch 3 এর বৈশিষ্ট্য:

পিক্সেল ওয়াচ 3 ঘড়িটিতে  দুটি ডিসপ্লে আছে - একটি 1 মিমি এবং অন্যটি 45 মিমি। দুই ভেরিয়েন্টিই কোম্পানির Actua ডিসপ্লে সমৃদ্ধ। কোম্পানীর মতে ঘড়িটিতে 2,000nits পর্যন্ত  সর্বোচ্চ উজ্জ্বলতা আছে। এবং অন্ধকারে এটি  1 nit পর্যন্ত নেমে যেতে পারে। আগের ঘড়ির চেয়ে এই ঘড়িটির বেজেলগুলি 16 শতাংশ বেশি পাতলা।
ঘড়িটিতে হেলথ সংক্রান্ত তথ্যের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটির দ্বারা গ্রাহকদের যে কোনো শারীরিক অবস্থার পরিবর্তন সম্পর্কে জানা যাবে।
ঘড়িটি সর্বক্ষণ ডিসপ্লে মোডে চালিত হলে 24 ঘন্টা পর্যন্ত ব্যাটারি থাকবে এবং ব্যাটারি সেভার মোডে ঘড়িটি 36 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাবে। 
কোম্পানীর সেকেন্ড জেনারেশনের ঘড়িগুলির তুলনায় ঘড়িটি 20 শতাংশ ফার্স্ট চার্জিং বহন করতে সক্ষম।

Pixel Buds Pro 2  এর বৈশিষ্ট্য:

Pixel Buds Pro 2 বাডটি কোম্পানির প্রথম  Tensor A1 চিপসেট প্রসেসর যুক্ত TWS ইয়ারবাড। কোম্পানির মতে এই প্রসেসরটি অডিও বহন করার সময়,শব্দের গতির থেকে 90 গুণ দ্রুত শব্দ বহন করে ।এটিতে google এর silent seal 2.0 প্রযুক্তিযুক্ত এক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে ,যেটি উচ্চতর ফ্রিকোয়েন্সিতে শব্দ বাতিল করতে সক্ষম।

Pixel Buds Pro 2 বাডটি 11mm ডাইনামিক ড্রাইভারের সাথে সজ্জিত।এটি  একটি ডেডিকেটেড সিগন্যাল পথের মাধ্যমে,প্লেব্যাক মিউজিক সিস্টেম অপ্টিমাইজ করে। বাঁধাহীন কলিং বৈশিষ্ট্যকে উন্নত করার জন্য বাডটির অ্যালগরিদমগুলিকে আপডেট করা হয়েছে।

এরফলে কল করার সময় পরিবেষ্টিত শব্দগুলির মাত্রা হ্রাস পাবে।এছাড়াও এটির মধ্যে সিমলেস অডিও স্যুইচ সিস্টেম আছে। এটির মাধ্যমে কথা বলার সময় উন্নত ANC অ্যাক্টিভেশনের দ্বারা মিডিয়া প্লেব্যাক বন্ধ হয়,কথা পূর্ণ হয়ে গেলে পুনরায় প্লেব্যাক শুরু হয়। বাডটি Find My Device কে সমর্থন করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Tecno Pop 20: টেকনোর নতুন বাজেট ফোন হাজির, নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই যাবে কল-মেসেজ
  2. Honor Robot Phone: বিশ্বের প্রথম রোবট ফোন লঞ্চ হচ্ছে মার্চে, পিঠ থেকে বেরোবে ক্যামেরা, নিজেই ঘুরে তুলবে ছবি
  3. এই দুই Jio প্ল্যানে Netflix ফ্রিতে দেখুন, সাথে 84 দিন আনলিমিটেড কলিং এবং দৈনিক 3 জিবি ডেটা
  4. Vivo ও iQOO ইউজারদের জন্য সুখবর, Android 16 এবং OriginOS 6 আপডেট চলে এল প্রচুর ফোনে
  5. Motorola Signature ভারতে 16GB র‍্যাম, 50MP সেলফি ক্যামেরা, 7 বছর Android আপডেটের সাথে লঞ্চ হল
  6. UPI Kill Switch: প্রতারকদের খেলা শেষ, আমজনতার টাকা সুরক্ষিত রাখতে বিরাট পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র
  7. পাওয়ার ব্যাংক কিনবেন? Flipkart সেলে 20,000mAh ব্যাটারির মাত্র 899 টাকায়
  8. Realme Neo 8 ঝড় তুলে 16GB র‍্যাম ও 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, কম দামে প্রিমিয়াম ফোনের মতো ফিচার্স
  9. NexPhone: এক ফোনে চলবে উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড, বাজারে এল পকেট কম্পিউটার!
  10. Redmi Note 15 Pro সিরিজ 200MP ক্যামেরা ও 6500mAh ব্যাটারি সহ এই তারিখে ভারতে লঞ্চ হচ্ছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »