Airtel TV তে যোগ হল নতুন প্রিমিয়াম সার্ভিস। নতুন এই প্রিমিয়াম সার্ভিসে Zee5 originals, NDTV Hop, 300+ লাইভ চ্যানেল, Eros Now, Hotstar, Hooq, ALT Balaji, Hoichoi, FastFilmz সহ একাধিক সার্ভিস থেকে 10,000+ সিনেমা দেখা যাবে। আপাতত কিছু গ্রাহককে এই সার্ভিস বিনামূল্যে ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়েছে। যে সব গ্রাহক মাসে 100 টাকা বা তার বেশি মোবাইলের পিছনে খরচ করেন তাঁদের এই সার্ভিস বিনামূল্যে ব্যবহার করতে দেওয়া হবে।
নতুন Airtel TV Premium ব্যবহারের জন্য Play Store নবা App Store থেকে Airtel TV অ্যাপ আপডেট করতে হবে। আপডেটের পরে অ্যাপ এ নীচে একটি হার্ট সাইনে নতুন প্রিমিয়াম ট্যাব পাওয়া যাবে। 17 ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে এয়ারটেল টিভি প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করা যাবে। তার পরে এই প্রিমিয়াম সার্ভিস ব্যবহারে টাকা খরচ করতে হবে।
আপাতত নির্বাচিত কিছু গ্রাহক বভিনামূল্যে এই সার্ভিস ব্যবহার করতে পারবেন। যে সব গ্রাহক মাসে 100 টাকা বা তার বেশি মোবাইলের পিছনে খরচ করেন তাঁদের এই সার্ভিস ব্যবহার করতে দেওয়া হচ্ছে। এই টাকা খরচ করলে গ্রাহকদের প্তিমিয়াম ডিজিটাল কনটেন্টের সাথেই অনলাইন শপিং ভাউচার দেওয়া হবে। এর সাথেই পোস্টপেড গ্রাহকরা Netflix সাবস্ক্রিপশান বিনামূল্যে পেয়ে যাবেন। সম্প্রতি Flipkart এর সাথে হাত মিলিয়ে কোম্পানির সব গ্রাহককে বিগ বিলিয়ান ডে থেকে কেনা স্মার্টফোনে 4500 টাকার সুবিধা আর 100GB ডাটা বিনামূল্যে দিয়েছে Airtel।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন