Photo Credit: XDA Developers
Android ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় Google এর Gboard। নিয়মিত এই অ্যাপ আপডেট করছে Google। এই অ্যাপ আপডেট করছে Google। এবার WhatsApp ও Facebook Messenger-এ স্মার্ট রিপ্লাই এরন ফিচার যোগ হল Gboard-এ। নোটিফিকেশান প্যানেলে কুইক রিপ্লাই এর সময় এই স্মার্ট রিপ্লাই ফিচার কাজ করবে।
XDA ফোরামের জনপ্রিয় ডেভেলপার Quinny899 প্রথম এই ফিচার লক্ষ্য করে। আপাতত এই ফিচার ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে। এই ফিচার ব্যবহারের জন্য নোটিফিকেশান থেকে কুইক রিপ্লাই এ ট্যাপ করলেই Gboard এ Enable Smart Replies to Notifications অপশানটি চলে আসবে। এই অপশানে ট্যাপ করলে নতুন একটি ডায়ালগ বক্স খুলে যাবে। এই ডায়ালগ বক্সে নোটিফিকেশান অ্যাকসেসের জন্য পার্মিশান চাইবে। এই পার্মিশান দিয়ে দিলেই Gboard এর ইন্টিলিজেন্ট স্মার্ট সাজেশান ফিচার চালু হয়ে যাবে।
Google-এর নজস্ব Android Messages, Google Allo ও Google Hangouts এর মতো অ্যাপগুলিতে এই ফিচার কাজ করবে। এছাড়াও Facebook Messenger, Facebook Messenger Lite, Snapchat, WhatsApp এবং WeChat এর মতো থার্ড পার্টি অ্যাপ এও এই ফিচার কাজ করবে বলে জানা গিয়েছে। তবে Gboard অ্যাপ এ এই স্মার্ট রিপ্লাই ফিচার কবে লঞ্চ হবে তা এখনো জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন