কোম্পানির ভিডিও কলিং অ্যাপ Duo তে প্রুপ ভিডিও কলিং ফিচার নিয়ে আসছে Google। প্রতিযোগী সব ভিডিও কলিং অ্যাপ ব্যবহার করেই গ্রূপ ভিডিও কল করা গেলেও Google Duo তে এখনও এই ফিচার পৌঁছায়নি। FaceTime, Skype, Facebook Messenger আর WhatsApp ব্যবহার করে খুব সহজেই গ্রূপ ভিডিও কল করা যায়। এবার এই ফিচার নিয়ে আসতে চলেছে Google Duo। সারা বিশ্বে প্রায় 100 কোটি গ্রাহক Duo ব্যবহার করেন।
সম্প্রতি Android Police এ প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে, গ্রূপ ভিডিও কলের জন্য শুরুতে Google Duo অ্যাপের মধ্যে একটি গ্রূপ তৈরী করতে হবে। এর পরে একসাথে কল করা যাবে সবাইকে।
এর সাথেই Google Duo তে যোগ হয়েছে একটি ‘লো লাইট' মোড। এই মোডে কম আলোতে আরও ভালো কাজ করবে Google Duo।
তবে এই দুটি ফইচার কবে সামনে আসবে তা জানা যায়নি। আপাতত সার্ভারে এই ফিচার পরীক্ষা করছে Google। শিঘ্রই FaceTime, Skype, Facebook Messenger ও WhatsApp এর মতো জনপ্রিয় ভিডিও কলিং সার্ভিসগুলিকে কড়া টক্কড় দেবে Google Duo।
2016 সালে প্রথম লঞ্চ হয়েছিল Google Duo। ইতিমধ্যেই Play Store থেকে 100 কোটি বারের বাশি ডাউনলোড হয়েছে এই অ্যাপ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন