কম্পিউটার থেকে বিনামূল্যে খেলা যাবে PUBG Lite। তবে গ্রাহককে অফিশিয়াল লঞ্চার থেকে এই গেম ডাউনলোড করতে হবে।
কোন গ্রাফিক্স কার্ড ছাড়াই খেলা যাবে PUBG Lite
কম দামের কমিউটারে খেলার জন্য আসছে PUBG Lite। এতদিন ভারতে এই ভার্সান খেলা না গেলেও অবশেষে কম কনফিগারেশান কম্পিউটারে খেনা যাবে জনপ্রিয় এই বেটেল রয়্যাল গেম। এই বছর জানুয়ারি মাসে প্রথম সামনে এসেছিল PUBG Lite। ইতিমধ্যেই 15 টি দেশে PUBG এর লাইট ভার্সান খেলা যাচ্ছে।
অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে শিঘ্রই ভারতে আসবে PUBG Lite। তবে ভারতে কবে এই গেম রিলিজ হবে জানানো হয়নি। থাইল্যান্ড, ব্রাজিল, তুরস্ক সহ 15 টি দেশে ইতিমধ্যেই PUBG Lite লঞ্চ হয়েছে। এর মধ্যে সবথেকে শেষে 23 মে তুরস্কে লঞ্চ হয়েছে এই গেম।
কম্পিউটার থেকে বিনামূল্যে খেলা যাবে PUBG Lite। তবে গ্রাহককে অফিশিয়াল লঞ্চার থেকে এই গেম ডাউনলোড করতে হবে।
যে সব গ্রাহকের কাছে কম কনফিগারেশনের কম্পিউটার রয়েছে তাদের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে এই গেম। PUBG Lite খেলার জন্য কম্পিউটারে নুন্যতম কনফিগারেশন কী হতে হবে? দেখে নিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Civilization VII Coming to iPhone, iPad as Part of Apple Arcade in February