এই অ্যাপের কয়েকটি ফিচার Resso -কে অন্য যে কোন মিউজিক স্ট্রিমিং অ্যাপ থেকে আলাদা করে। সম্প্রতি ভারতে নতুন এই মিউজিক স্ট্রিমিং অ্যাপ নিয়ে এসেছে TikTok -এর প্রধান কোম্পানি ByteDance।
এসে গেল নতুন মিউজিক স্ট্রিমিং অ্যাপ Resso
কয়েক বছর আগেও স্মার্টফোনে গান ডাউনলোড করে শোনার অভ্যাস ছিল। বিগত কয়েক বছরে সেই অভ্যাস বদলে ভারতে হুহু করে বিভিন্ন মিউজিক স্ট্রিমিং অ্যাপের জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। JioSaavn, Gaana, Spotify, Apple Music ও YouTube Music এর মতো অ্যাপগুলি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। এই তালিকায় নতুন নাম Resso। সম্প্রতি ভারতে নতুন এই মিউজিক স্ট্রিমিং অ্যাপ নিয়ে এসেছে TikTok -এর প্রধান কোম্পানি ByteDance।
সাধারণ স্ট্রিমিং সার্ভিসের সব ফিচার মজুত থাকলেও এই অ্যাপের কয়েকটি ফিচার Resso -কে অন্য যে কোন মিউজিক স্ট্রিমিং অ্যাপ থেকে আলাদা করে। নতুন অ্যাপে যে গান শোনা হচ্ছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অন্যদের সঙ্গে আলোচনা করা যাবে। ফলে আপনি যে গান শুনছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ার অন্য গ্রাহকরা মতামত জানাতে পারবেন।
এছাড়াও Resso -তে আকর্ষণীয় ইউজার ইন্টারফেস ব্যবহার হয়েছে। এই ইন্টারফেসে সহজেই নিজের পছন্দের গান খুঁজে পাওয়া যাবে। এই অ্যাপ ওপেন করলেই ‘ডেইলি মিক্স' নামের একটি বিভাগ দেখতে পাবেন। সেখানে আপনার আগে শোনা গানের উপর ভিত্তি করে কম্পিউটারের তৈরি করা প্লে লিস্ট শোনা যাবে।
স্ক্রিনের উপরে অথবা নীচে সোয়াইপ করে ট্র্যাক স্কিপ করা যাবে। এছাড়াও এই মিউজিক স্ট্রিমিং অ্যাপে নিজের পছন্দের গান অথবা আর্টিস্ট সার্চ করে প্লে করার অপশন থাকছে। এছাড়াও লক স্ক্রিনে গানের লিরিস্ক দেখার সুযোগ থাকছে।
Android ও iOS ডিভাইসে WhatsApp ডার্ক মোড চালু করবেন কীভাবে?
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
বিনামূল্যে Resso ব্যবহারের সুযোগ থাকলেও Android গ্রাহকরা মাসে 99 টাকা ও iOS গ্রাহকরা মাসে 119 টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে পারবেন। প্রিমিয়াম সাবস্ক্রিপশনে সব গান শোনার সুযোগ থাকছে। এছাড়াও গান ডাউনলোড করে অফলাইনে শোনা যাবে। থাকছে হাই কোয়ালিটি অডিও স্ট্রিমিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন