এক প্রেস বিবৃতিতে Truecaller জানিয়েছে, কোন রকম স্প্যামিং ছাড়াই নতুন গ্রুপ চ্যাট ব্যবহার করা যাবে। স্প্যাম দূরে রাখতেই নতুন গ্রুপ চ্যাটে আমন্ত্রণ পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে।
Truecaller এ যোগ হল গ্রুপ চ্যাট
সম্প্রতি ভিওআইপি কলিংয়ে কল ওয়েটিং সহ Truecaller -এ বিভিন্ন ফিচার যোগ হয়েছে। এবার গ্রুপ চ্যাটের ফিচার নিয়ে এল জনপ্রিয় এই অ্যাপ। এই গ্রুপ চ্যাটে ছবি, ভিডিও ইত্যাদি শেয়ার করা যাবে। আমন্ত্রণ জানালে তবেই এই গ্রুপে যোগ দিতে পারবেন Truecaller গ্রাহকরা। এর ফলে গ্রুপে অবাঞ্ছিত সদস্যের হাত থেকে রেহাই পাওয়া যাবে। Android ও iOS গ্রাহকরা Truecaller অ্যাপ থেকে নতুন এই গ্রুপ চ্যাট ব্যবহার করতে পারবেন।
সম্প্রতি এক প্রেস বিবৃতিতে Truecaller জানিয়েছে, কোন রকম স্প্যামিং ছাড়াই নতুন গ্রুপ চ্যাট ব্যবহার করা যাবে। স্প্যাম দূরে রাখতেই নতুন গ্রুপ চ্যাটে আমন্ত্রণ পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে। এই পদ্ধতিতে গ্রুপে যোগ দেওয়ার আগে অ্যাডমিন ও নতুন সদস্য দুই জনের সম্মতি থাকা বাধ্যতামূলক।
এছাড়াও প্রাইভেসির জন্য গ্রুপ চ্যাটে বিশেষ ব্যবস্থা নিয়েছে Truecaller। কোন গ্রুপে যে সব সদস্যার নম্বর সেভ করা থাকবে শুধু সেই সদস্যদের নম্বর দেখা যাবে। এর ফলে গ্রুপে অচেনা সদস্যদের কাছে নম্বর পৌঁছে যাবে না। ফোন নম্বর সেভ না থাকলে সেই সদস্যের নম্বর দেখতে চাইলে উক্ত সদস্যের কাছে নম্বর শেয়ার করার অনুরোধ জানাতে হবে।
Truecaller এর দাবি নতুন এই গ্রুপ চ্যাট ফিচারে গ্রাহকের মোবাইল নম্বর সুরক্ষিত থাকবে। একই সাথে অযাচিত গ্রুপে যোগ দেওয়ার হাত থেকেও রেহাই মিলবে। ইতিমধ্যে Android ভার্সানে গ্রুপ চ্যাট ফিচার এসে গিয়েছে। ব্লগ পোস্টে কোম্পানি জানিয়েছে iOS ভার্সানেও পৌঁছে গিয়েছে এই ফিচার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Motorola Edge 70 India Launch Date Announced; Confirmed to Feature Triple 50-Megapixel Camera Setup