সেপ্টেম্বর মাসে কোম্পানির ফিচারফোন JioPhone এ WhatsApp পরিষেবা শুরু হয়েছিল। ইতিমধ্যেই JioStore এ বাংলা, হিন্দি, মারাঠী সহ 11 টি প্রাদেশিক ভাষার WhatsApp ব্যবহার সম্পর্কে একাধিক ভিডিও পোস্ট করা হয়েছে।
শুক্রবার WhatsApp ও Jio একসাথে গ্রাহককে সচেতন করার কাজ শুরু করেছে। নতুন এক ক্যাম্পেনে WhatsApp ব্যবহারের সময় গ্রাহককে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আগামী 10 অক্টোবর থেকে সারা ভারতের দশটি শহরে পথনাটিকা করবে দুই কোম্পানি। উত্তরপ্রদেশ ও রাজস্থানের বিভিন্ন স্থানে পথনাটিকা করা হবে। কীভাবে আরও সচেতনভাবে WhatsApp ব্যবহার করা যায় সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি পথনাটিকার বিষয়।
“ভারতে ডিজিটাল বিপ্লবের কান্ডারী Jio। তাই ভারতে WhatsApp ব্যবহারের সময় গ্রাহককে সচেতন করার চেষ্টা করছে কোম্পানি।” বলে এক বিবৃতিতে জানিয়েছে WhatsApp।
সেপ্টেম্বর মাসে কোম্পানির ফিচারফোন JioPhone এ WhatsApp পরিষেবা শুরু হয়েছিল। ইতিমধ্যেই JioStore এ বাংলা, হিন্দি, মারাঠী সহ 11 টি প্রাদেশিক ভাষার WhatsApp ব্যবহার সম্পর্কে একাধিক ভিডিও পোস্ট করা হয়েছে। ভারতে প্রতিদিন প্রায় 20 কোটি মানুষ এই মেসেজিং অ্যাপ ব্যবহার করেন। বলার অপেক্ষা রাখে না সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ WhatsApp।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Microsoft Announces Latest Windows 11 Insider Preview Build With Ask Copilot in Taskbar, Shared Audio Feature
Samsung Galaxy S26 Series Specifications Leaked in Full; Major Camera Upgrades Tipped