ভুয়ো খবর রটানো বন্ধের পাশাপাশি একাধিক নতুন ফিচার যোগ করে গ্রাককের মেসেজিং সার্ভিস ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করার পরিকল্পনা করছে WhatsApp। সম্প্রতি Instagram ভিডিওর জন্য পিকচার ইন পিকচার মোড ফিচার যোগ করেছে WhatsApp। এছাড়াও Android ব্যবহারকারীদের জন্য যোগ হয়েছে সোয়াইপ করে রিপ্লাই করার ফিচার। এবার ভ্যাকেশান মোড আর “লিঙ্কড অ্যাকাউন্ট” ফিচার যোগ হল এই মেসেজিং সার্ভিসে। এছাড়াও মিউট ক্রা চ্যাটের নোটিফিকেশান আলাদা ভাবে দেখানো হবে।
কয়েক মাস ধরেই বিটা ভার্সানে এই ভ্যাকেশান মোড পৌঁছেছে। এখন কোন আর্কাউভ চ্যাটে নতুন মেসেজ এলে তা আনআর্কাইভ হয়ে যায়। তবে নতুন এই ফিচারে সেই চ্যাট আর্কাইভেই থেকে যাবে।
এবার থেকে বাইরের সার্ভিসে WhatsApp অ্যাকাউন্ট লিঙ্ক করা যাবে। আপাতত WhatsApp Business এর গ্রাহকদের জন্যই এই ফিচার চালু হয়েছে। প্রোফাইল সেটিংস এর অধীনে নতুন এই ফিচার পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন