Photo Credit: Amazon India
গত সপ্তাহে Great Indian Festival 2019 এর টিজার প্রকাশ করেছিল Amazon। শিঘ্রই এই সেল শুরু হওয়ার খবর জানিয়েছিল ই-কমার্স কোম্পানিটি। এবার উৎসবের সেল শুরুর দিন ঘোষনা করল Amazon। 29 সেপ্টেম্বর মধ্যরাতে Amazon Great Indian Festival 2019 সেল শুরু হবে। যদি 12 ঘন্টা আগে 28 সেপ্টেম্বর দুপুর 12 টা থেকে প্রাইম গ্রাহকরা এই সেলে অংশ নিতে পারবেন। একই দিনে Flipkart এ শুরু হচ্ছে Big Billion Days সেল।
ফিরে এল Flipkart Big Billion Days Sale, সেরা অফারগুলি দেখে নিন
অবিশ্বাস্য দামে এই সেলে বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্ট পাওয়া যাবে। সর্বনিম্ন দামে বিক্রি হবে একাধিক স্মার্টফোন। এই সেলে SBI ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য থাকবে অতিরিক্ত 10 শতাংশ ছাড়।
এই সেলে স্মার্টফোনে দুর্দান্ত ছাড় পাওয়া যাবে। সাথে থাকবে আকর্ষনীয় নো-কস্ট ইএমআই, মোবাইল প্রোটেকশন প্ল্যান আর বিভিন্ন মোবাইল অ্যাকসেসারিজ। Great Indian Festival 2019 সেলে স্মার্টফোন কিনলে অতিরিক্ত ওয়্যারিন্টি দেবে Amazon।
স্মার্টফোন ছাড়াও এই সেলে সর্বনিম্ন দামে পাওয়া যাবে বই ও বিভিন্ন গেমিং কনসোল। কোম্পানির নিজস্ব প্রোডাক্ট ইকো স্মার্ট স্পিকার, ফায়ার টিভি স্টিক, কিন্ডল ই-রিডারে ছাড় পাওয়া যাবে।
বেশি দামের জিনিসে নো কস্ট ইএমআই এর সুবিধা পাওয়া যাবে। Bajaj Fineserv গ্রাহকরা নো কস্ট ইএমআই পাবেন। Amazon Pay ICICI ক্রেডিট কার্ড গ্রাহকরা পাবেন 5 শতাংশ ছাড়।
শিঘ্রই এই সেল সম্পর্কে আরও বেশি তথ্য সামনে আসবে। এই সেলের সব খবর সবার আগে আপনাদের কাছে নিয়ে আসছে Gadgets 360।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন