Flipkart Big Diwali Sale 2019 এ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। সাথে থাকছে সহজ ইএমআই এর সুবিধা। এই সেলে কম দামে মোবাইল প্রোটেকশন প্ল্যান পাওয়া যাবে। সাথে থাকবে আকর্ষনীয় এক্সচেঞ্জ অফার।
Photo Credit: Flipkart
12 অক্টোবর শুরু হচ্ছে Flipkart Big Diwali Sale 2019
Flipkart এ সবে শেষ হয়েছে Big Billion Days 2019 সেল। এবার আগামী সেলের ঘোষণা করে দিন Flipkart। 12 অক্টোবর শুরু হচ্ছে Flipkart Big Diwali Sale 2019। 12 অক্টোবর থেকে 16 অক্টোবর এই সেল চলবে। এই সেলে সস্তা হবে স্মার্টফোন, ট্যাবলেট, ওয়্যারেবল, টিভি আর অ্যাপলায়েন্স সহ সব ধরনের প্রোডাক্ট। আগে সেলে অফার হাতছাড়া হলে Flipkart Big Diwali Sale 2019 এ পছন্দের গ্যাজেট কিনতে পারবেন।
Realme Festive Days Sale: Realme 5, Realme 5 Pro সহ সস্তা হয়েছে এই স্মার্টফোনগুলি
অন্যান্য সেলের মতোই Flipkart Plus গ্রাহকদের জন্য 4 ঘন্টা আগে এই সেল শুরু হবে। অর্থাৎ 11 অক্টোবর রাত 8 টা থেকে Flipkart Plus গ্রাহকদের জন্য এই সেল শুরু হবে। 12 অক্টোবর মধ্যরাত থেকে সব Flipkart গ্রাহক এই সেলে সংশ নিতে পারবেন।
Flipkart Big Diwali Sale 2019 এ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। সাথে থাকছে সহজ ইএমআই এর সুবিধা। এই সেলে কম দামে মোবাইল প্রোটেকশন প্ল্যান পাওয়া যাবে। সাথে থাকবে আকর্ষনীয় এক্সচেঞ্জ অফার।
সপ্তাহের শেষে ধামাকা সেল নিয়ে আসছে Amazon: সেরা অফারগুলি দেখে নিন
Flipkart কানিয়েছে চলতি সপ্তাহের সেলে সস্তা হবে Redmi Note 7 Pro, Redmi Note 7S, Realme 5, Vivo Z1 Pro আর Realme C2 এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি। তবে সেল শুরুর আগেই এই সেলের গুরুত্বপূর্ণ অফারগুলি সামনে আনবে Flipkart।
এই সেলে টিভি ও অ্যাপলায়েন্সে 75 শতাংশ ছাড় পাওয়া যাবে। টপ সেলিং ইলেকট্রনিক প্রোডাক্টে থাকছে 90 শতাংশ পর্যন্ত ছাড়। হেডফোন, স্পিকার, ল্যাপটপ, ক্যামেরা, স্মার্টওয়াচে এই সুবিধা পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Asus VM670KA AiO All-in-One Desktop PC With 27-Inch Display, Ryzen AI 7 350 Chip Launched in India
A Knight of the Seven Kingdoms OTT Release: Know When and Where to Watch This Prequel of Game of Thrones