আধার আধার নম্বরের সাথে প্যান লিঙ্ক করতে হিমশিম খাচ্ছেন? খুব সহজে Aadhar Number এর সাথে PAN লিঙ্ক করা সম্ভব। এসএমএস ও অনলাইনে এই কাজ নিমেশে করে নেওয়া সম্ভব।
এসএমএস ও অনলাইনে আধার নম্বরের সাথে প্যান লিঙ্ক করা যাবে
আধার আধার নম্বরের সাথে প্যান লিঙ্ক করতে হিমশিম খাচ্ছেন? খুব সহজে Aadhar Number এর সাথে PAN লিঙ্ক করা সম্ভব। এসএমএস ও অনলাইনে এই কাজ নিমেশে করে নেওয়া সম্ভব। আয়কর দপ্তরের ই-ফাইলিং ওয়েবসাইটে গিয়ে আপনি এই সংযুক্তির কাজ করতে পারবেন। বর্তমান আয়কর আইনে একটি আধার নম্বর, যাকে ইউনিক আইডেন্টিটি নম্বর বা ইউআইডিও বলা হয়, সেটি প্যানের সঙ্গে পারস্পরিক বিনিময়যোগ্য বলে ধরা হয়। এরই মধ্যে সরকার প্যান ও আধাররের সংযোগের সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে দিয়েছে।
আয়করের ই-ফাইলিং পোর্টালের সাহায্যে আধার নম্বর ও প্যান সংযোগ
এসএমএস পরিষেবার মাধ্যমে আধার নম্বর ও প্যান সংযোগ
আয়কর দফতর অনলাইন ছাড়াও এসএমএস-নির্ভর পরিষেবাও রেখেছে আধার ও প্যান লিঙ্ক করার জন্য। এর জন্য আপনাকে এই মেসেজ পাঠাতে হবে—
আপনার আধার ও প্যান— দুই ক্ষেত্রেই নাম একই থাকতে হবে। তবেই আপনি প্যান ও আধার লিঙ্ক করাতে পারবেন। আয়কর দফতরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এমনটা জানা যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo S50 and Vivo S50 Pro Mini Spotted on China Telecom Website Ahead of December 15 Launch
Tomb Raider Catalyst, Divinity, Star Wars Fate of the Old Republic: Everything Announced at The Game Awards