WhatsApp স্ট্যাটাস থেকে শেয়ার করা যাবে Facebook স্টোরি। অনেক দিন ধরেই এই ফিচার পরীক্ষামুলকভাবে শুরু করেছিল মার্কিন কোম্পানিটি। সব WhatsApp বিটা গ্রাহক এই ফিচার ব্যবহার করতে পারবেন।
Photo Credit: The Verge
WhatsApp স্ট্যাটাসে নতুন ফিচার যোগ হল
এবার WhatsApp স্ট্যাটাস থেকে শেয়ার করা যাবে Facebook স্টোরি। অনেক দিন ধরেই এই ফিচার পরীক্ষামুলকভাবে শুরু করেছিল মার্কিন কোম্পানিটি। সব WhatsApp বিটা গ্রাহক এই ফিচার ব্যবহার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহারের জন্য WhatsApp অ্যাকাউন্টের সাথে Facebook অ্যাকাউন্ট লিঙ্ক থাকা বাধ্যতামুলক নয়। ডেটা শেয়ারিং এপিআই এর মাধ্যমে নতুন এই ফিচার কাজ করবে।
The Verge এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে WhatsApp ইতিমধ্যেই বিটা টেস্টিং এর জন্য এই ফিচার রিলিজ করেছে। এবার WhatsApp স্ট্যাটাসের নীচেই ‘Share to Facebook Story' বাটন দেখা যাবে। সেখানে ক্লিক করলে Facebook এ পৌঁছে যাবেন। সেখানে একই জিনিস স্টোরি হিসাবে পোস্ট করা যাবে। রিপোর্টে জানানো হয়েছে Instagram, Google Photos আর Gmail এ স্ট্যাটাস হিসাবে একই ফিচার ব্যবহার করা যাবে।
গ্রাহকের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এই দুই অ্যাকাউন্ট লিঙ্ক করবে না WhatsApp। রিপোর্টে বলা হয়েছে WhatsApp নিজে থেকে কখনই অন্য প্ল্যাটফর্মে কিছু পোস্ট করবে না। কোথায় কোন পোস্ট শেয়ার হবে সেই সিদ্ধান্ত গ্রাহকের।
WhatsApp বিটা ভার্সান 2.19.151 এর হাত ধরে এই ফিচার সামনে এসেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster
Garmin Venu X1 With 2-Inch AMOLED Display, Up to Eight Days of Battery Life Launched in India