19 বছরের কে এস অনন্তকৃষ্ণ পাথনামথিত্তা মাউন্ট জিওন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর বি টেক বিভাগের ছাত্র। তিনি WhatsApp এর একটি বাগ খুঁজে পেয়েছেন। এর ফলে গ্রাহকের সম্মতি ছাড়াই যে কোন WhatsApp ফাইল ফোন থেকে ডিলিট করে দেওয়া যেত।
মেমোরি করাপশানে ভুল ধরার জন্য কোচির এক যুবককে 500 মার্কিন ডলার পুরস্কার দিল Facebook। সম্প্রতি এক মিডিয়া রিপোর্টে এই খবর জানা গিয়েছে।
19 বছরের কে এস অনন্তকৃষ্ণ পাথনামথিত্তা মাউন্ট জিওন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর বি টেক বিভাগের ছাত্র। তিনি WhatsApp এর একটি বাগ খুঁজে পেয়েছেন। এর ফলে গ্রাহকের সম্মতি ছাড়াই যে কোন WhatsApp ফাইল ফোন থেকে ডিলিট করে দেওয়া যেত। সোমবার কেরালায় প্রকাশিত এক রিপোর্টে এই খবর জানানো হয়েছে।
আল্লাপুজার বাসিন্দা অনন্তকৃষ্ণদুই মাস আগে এই বাগ খুঁজে পেয়েছিলেন। সাথে সাথেই Facebook কে এই সমস্যার কথা জানিয়েছিলেন তিনি। একই সাথে Facebook কে এই সমস্যার সমাধান বাতলে দিয়েছিলেন তিনি।
গত দুই মাস ধরে সেই সমাধান খুঁটিয়ে দেখে অনন্তকৃষ্ণকে পুরষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানিটি।
500 মার্কিন ডলার নগদ পুরষ্কার ছাড়াও Facebook এর হল অফ ফেম এ জায়গা দেওয়া হয়েছে তাকে।
কেরালা পুলিশের সাইবারডোমের সাথে কাজ করেন অনন্তকৃষ্ণ। এছাড়াও এথিকাল হ্যাকিং নিয়ে গবেষণা করছেন তিনি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astrophysicists Map Invisible Universe Using Warped Galaxies to Reveal Dark Matter