সাধারন ছবির দিন শেষ, এবার Facebook এ পোস্ট করুন থ্রিডি ছবি। নিউজ ফিড ও ভিআর এ এবার থ্রিডি ছবি পোস্ট করে সাধারন নড়াচড়া সহ পৌঁছে যান ভার্চুয়াল রিয়েলিটির দুনিয়ায়।
এই থ্রি ডাইমেনশানাল ছবিতে Facebookইউজাররা বিভিন্ন লেয়ার ব্যবহার করে ছবি পোস্ট করতে পারবেন। “আজ থেকে সব গ্রাহকের নিউজ ফিডে পৌঁছে যাবে থ্রিডি ছবি। এর ফলেই Facebook গ্রাহকরা নিজের নিউজ ফিডে থ্রিডি ছবি পোস্ট ও শেয়ার করতে পারবেন।” বলে এক বিবৃতিতে জানিয়েছে সোশ্যাল মিডিয়া জায়েন্ট।
কোন ছবিতে ফোরগ্রাউন্ড ও ব্যাকগ্রাউন্ডের দুরত্ব মেপে এই থ্রিডি ছবিগুলি তৈরী হবে। যে কোন ডুয়াল লেন্স ক্যামেরায় পোট্রেট মোডে এই থ্রি ডি ছবি তোলা সম্ভব।
ভার্চুয়াল রিয়ালিটি এর মাধ্যমে গ্রাহককে এই ছবি দেখার সুযোগ করে দেবে Facebook। শুঘ্রই সব গ্রাহকের কাছে পৌঁছে যাবে এই ফিচার। এই বছর মে মাসে ডেভেলপার কনফারেন্সে প্রথম এই ফিচার ঘোষণা করেছিল Facebook।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন