সম্প্রতি iOS এর জন্য সামনে এসেছে নতুন WhatsApp বিটা ভার্সান। এবার iOS এর নোটিফিকেশানে ভিডিও দেখার ফিচার নিয়ে আসছে WhatsApp। অর্থাৎ কোন মেসেজে ভিশিও এলে তা দেখার জন্য এবার আর অ্যাপ ওপেন করতে হবে না। ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে কাজ করবে এই ফিচার।
সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে ইতিমধ্যে বিটা টেস্টারদের কাছে নতুন ভার্সানে এই WhatsApp নোটিফিকেশানে ভিডিও দেখার ফিচার পৌঁছে গিয়েছে। নতুন WhatsApp বিটা 2.18.102.5 ভার্সানে যোগ হয়েছে এই ফিচার। তবে এখনই স্টেবেল ইউজার এই ফিচার ব্যবহার করতে পারবেন না। App Store থেকে স্টেবেল গ্রাহকরা এই ভার্সান ডাউনলোড করতে পারবেন।
সেপ্টেম্বরে নোটিফিকেশান থেকে ছবি ও GIF দেখার ফিচার লঞ্চ করেছিল WhatsApp। থ্রিডি টাচের মাধ্যমে বাঁ দিকে সোয়াইপ করে ভিউ অপশান সিলেক্ট করে iPhone এ নোটিফিকেশান থেকেই ছবি বা GIF দেখে নেওয়া যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন