1,499 টাকা প্ল্যানের মতোই 1,699 টাকা প্ল্যানেও 1 বছর ভ্যালিডিটি এর সাথেই থাকছে দিনে 1GB ডেটা, আনলিমিটেড কলিং আর দিনে 100 টি SMS।
1,699 টাকায় 365 দিন ভ্যালিডিটি দিচ্ছে Vodafone
সম্প্রতি 1,499 টাকায় 1 বছর ভ্যালিডিটি প্লান লঞ্চ করেছিল Vodafone। বৃহস্পতিবার এই প্ল্যান বন্ধ করে দিয়ে 1,699 টাকায় 1 বছর ভ্যালিডিটি দিতে শুরু করলো Vodafone। প্রসঙ্গত একই দামে 1 বছর ভ্যালিডিটি দিচ্ছে Jio ও Airtel। 1,499 টাকা প্ল্যানের মতোই 1,699 টাকা প্ল্যানেও 1 বছর ভ্যালিডিটি এর সাথেই থাকছে দিনে 1GB ডেটা, আনলিমিটেড কলিং আর দিনে 100 টি SMS।
আরও পড়ুন: এক নম্বরে Jio, চাপে Vodafone
কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে 1,699 টাকা রিচার্জে আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল করা যাবে। এর সাথেই দিনে 1GB ডেটা ব্যবহার করা যাবে। আর থাকছে দিনে 100 টি SMS এর সুবিধা।
আরও পড়ুন: ভ্যালিডিটি রিচার্জ সস্তা করল Vodafone Idea
![]()
আরও পড়ুন: মাত্র 154 টাকায় ছয় মাস ভ্যালিডিটি দিচ্ছে Vodafone
1,699 টাকা রিচার্জের 365 দিন। সারা ভারতের সব ভোডাফোন প্রিপেড গ্রাহক এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। সম্প্রতি 1,699 টাকায় 1 বছর ভ্যালিডিটির প্ল্যান লঞ্চ করেছিল Jio ও Airtel। এর লম্বা ভ্যালিডিটি প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল Vodafone।
আরও পড়ুন: Jio এফেক্ট! প্রিপেডে আরও বেশি ডেটা দিচ্ছে Vodafone
Vodafone এর মতোই Airtel এও 1,699 টাকায় দিনে 1GB ডেটা ব্যবহার করা যায়। সাথে রয়েছে আনলিমিটেড কলিং। তবে 1,699 টাকায় আনলিমিটেড কলের সাথে দিনে 1.5GB ডেটা দেয় মুকেশ আম্বানির Jio। দুটি কোম্পানির প্ল্যানের সাথেই রয়েছে দিনে 100 টি SMS। এক বছর ভ্যালিডিটি প্ল্যানের সাথে Jio গ্রাহকরা সব Jio অ্যাপ আর Airtel গ্রাহকরা Airtel TV অ্যাপ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find X9s, Oppo Find X9 Ultra, Oppo Find N6 Global Launch Timelines and Colourways Leaked
Realme 16 5G With 7,000mAh Battery, MediaTek Dimensity 6400 Turbo SoC Launched: Price, Features