অবশেষে এই দেশে শুরু হল 3G পরিষেবা
কিউবার ইন্টারনেট প্রোভাইডার Etecsa বৃহস্পতিবার সকাল 8টায় প্রথম 3G পরিষেবা শুরু করেছে। শুরুতে 30 ডলারে 4GB ডাটা পাবেন গ্রাহকরা। তবে সেই দেশে মানুষের গড় আয় কম হওয়ার কারনে এখনই সাধারন মানুষ এত টাকা খরচ করে 3G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না।