নতুন আপডেটে ধারালো হল Poco F1 এর ক্যামেরা
সফটওয়্যার আপডেটের হাত ধরে Poco F1 –এ এই ফিচার পৌঁছালো। আগে এই ফোনে 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 4K ভিডিও রেকর্ড করা যেত। MIUI 10 Global Beta 9.3.1 আপডেটের হাত ধরে Poco F1 ফোনে 60 fps এ 4K ভিডিও রেকর্ড করার ফিচার পৌঁছেছে।