কবে লঞ্চ হবে Google Pixel 3a আর Pixel 3a XL?
অনেক দিন ধরেই তুলনামুলক কম দামের Pixel ফোন লঞ্চ নিয়ে ইন্টারনেটে একের পর এক খবর প্রকাশিত হয়েছে। অনলাইন দুনিয়ায় শুরুতে এই ফোন গুলি Google Pixel 3 Lite আর Pixel 3 Lite XL নামে পরিচিত হলেও সম্প্রতি জানা গিয়েছে এই দুটি ফোনের নাম হতে চলেছে Google Pixel 3a আর Pixel 3a XL।