Oppo Reno 14 ও Reno 14 Pro অনবদ্য ক্যামেরা ও AI ফিচার্সের সাথে দেশে লঞ্চ হল, দামে বড় চমক
Oppo Reno 14 5G সিরিজের স্মার্টফোনগুলির মূল আকর্ষণ চমৎকার ডিজাইন, তুখোড় ক্যামেরা, ও AI ফিচার্স। লাইনআপের দুই মডেলই 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। Reno 14 Pro 5G ভেরিয়েন্টে MediaTek Dimensity 8450 প্রসেসর ও 6,20mAh ব্যাটারি আছে। বেস মডেলটি MediaTek Dimensity 8350 চিপসেট ও 6,000mAh ব্যাটারি অফার করে।