Redmi 15C 5G-এর স্ক্রিনে কম নীল আলোর জন্য TÜV রাইনল্যান্ড সার্টিফিকেশন আছে। ফোনটিতে 6.9 ইঞ্চির বিশাল ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।
Redmi 15C 4G এর এর স্ক্রিনে কম নীল আলো, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান স্ট্যান্ডার্ডের জন্য ট্রিপল TÜV রাইনল্যান্ড সার্টিফিকেশন আছে। এই ফোন Android 15 নির্ভর HyperOS 2 কাস্টম সফটওয়্যারে রান করে।