Tecno Pova 7 5G সিরিজ MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসর দ্বারা পরিচালিত। উভয় ফোনে 45W ফাস্ট চার্জিং সহ 6,000mAh ব্যাটারি বর্তমান। Pro ভেরিয়েন্টে 30W ওয়্যারলেস চার্জিং আছে। সিরিজের আরেকটি ফিচার হল Ella AI অ্যাসিস্ট্যান্ট। এখন এতে দেশের বিভিন্ন স্থানীয় ভাষার সমর্থন যোগ করা হয়েছে।
Tecno Pova 7 5G সিরিজ একটি গুরুত্বপূর্ণ ফিচার হল Ella AI অ্যাসিস্ট্যান্ট। এটি এখন ভারতের বিভিন্ন স্থানীয় ভাষা সমর্থন করে। এই চ্যাটবটের মাধ্যমে মেসেজ লেখা থেকে শুরু করে কনটেন্ট অনুবাদ করা যাবে।