রাজ্যবাসীর জন্য সুখবর, Vodafone Idea কলকাতা, শিলিগুড়ি সহ 23টি শহরে আনলিমিটেড 5G চালু করল
Vi এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে, তারা 5G পরিষেবা 23টি নতুন ভারতীয় শহরে কার্যকর করছে। এই পরিষেবাটি কলকাতা, শিলিগুড়ি, ঔরঙ্গাবাদ, আগ্রা আহমেদাবাদ, ঔরঙ্গাবাদ, কোঝিকোড়, দেরাদুন, কোচিন, ইন্দোর, জয়পুর, লখনউ, মাদুরাই, মালাপ্পুরম, মীরাট, নাগপুর, নাসিক, পুনে, রাজকোট, সোনেপত, সুরাট, ত্রিবান্দ্রম, ভদোদরা এবং ভাইজ্যাগে উপলব্ধ হবে।