Vivo X300 ও Vivo X300 Pro যথাক্রমে V2514 এবং V2515 মডেল নম্বর সহ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ওয়েবসাইটে হাজির হয়েছে। ফলে অনুমান করা যায় যে ফোন দু'টি শীঘ্রই ভারতে আসতে চলেছে।
Vivo X300 Pro মডেলটির ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony LYT-828 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল Samsung JN1 আলট্রাওয়াইড লেন্স, ও একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। এতে 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং সহ 6,510mAh ব্যাটারি রয়েছে।
Vivo X300 ও X300 Pro উভয় 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ চতুর্থ প্রজন্মের Zeiss ইমেজিং সেটআপ পাবে। স্ট্যান্ডার্ড মডেলে 23 মিমি Zeiss 200 মেগাপিক্সেল মেইন সেন্সর থাকতে পারে। Pro ভেরিয়েন্টে 200 মেগাপিক্সেলের 85 মিমি Zeiss APO টেলিফটো লেন্স থাকার কথা বলা হয়েছে।
Vivo X300 Pro বিশ্বের প্রথম স্মার্টফোন, যেখানে একটি কমিউনিকেশন বুস্টার চিপ ঐ চারটি ওয়াই-ফাই বুস্টারের সমন্বয়ে সিগন্যাল চিপ আছে। ফোনটিতে ডুয়াল-চ্যানেল UFS 4.1 ফোর-লেন স্টোরেজও থাকবে, যা সর্বোচ্চ 8.6 জিবিপিএস রাইটিং এবং রিডিং স্পিডে পৌঁছাবে বলে দাবি করা হচ্ছে।
Vivo X300 ফোনটির একটি স্পেশাল ভেরিয়েন্ট বাজারে আসতে পারে যা স্যাটেলাইট মেসেজিং পরিষেবা সমর্থন করবে। এর অর্থ হল, নেটওয়ার্ক না থাকলেও সরাসরি উপগ্রহের মাধ্যমে বার্তা পাঠানোর সুবিধা মিলবে।