26 ডিসেম্বর লঞ্চ হবে Oppo Reno 3 আর Oppo Reno 3 Pro। ধীরে ধীরে এই দুই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করছে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই জানা গিয়েছে Oppo Reno 3 Pro ফোনে থাকবে Snapdragon 765G চিপসেট। এবার Oppo জানিয়েছে Oppo Reno 3 ফোনে থাকছে MediaTek Dimensity 1000L 5G চিপসেট।
Realme ফোনে পৌঁছাবে ‘ডার্ক মোড’। সফটওয়্যার আপডেটের হাত ধরে Realme ফোনে ডার্ক মোড পৌঁছাতে চলেছে। ইতিমধ্যেই এই আপডেট পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে চিনের কোম্পানিটি।
চিনে Oppo K3 ফোনের দাম শুরু হচ্ছে 1,599 ইউয়ান (প্রায় 16,100 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। জুন মাসে চিনে বিক্রি শুরু হবে Oppo K3।