সম্প্রতি GSMArena ওয়েবসাইটে এক রিপোর্ট প্রকাশ করে Poco F2 ফোনের ট্রেডমার্কের আবেদনের খবর জানানো হয়েছে। যদিও কয়েক মাস আগেও একাধিক রিপোর্টে জানানো হয়েছে Poco ব্র্যান্ড বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে Xiaomi।
2018 সালে Poco F1 লঞ্চ করে স্মার্টফোন বাজারে ঝড় তুলেছিল Xiaomi। এর পর থেকেই Poco F2 ফোন ঘিরে উদ্দীপনা চরমে। এক বছরের বেশি সময় অপেক্ষা করার পরেও Pocofone ব্র্যান্ডের দ্বিতীয় ফোন লঞ্চ হয়নি।
ডিসেম্বর মাসে প্রথম Poco F2 ফোনটি Geekbench ওয়েবসাইটে দেখা গিয়েছিল। তখন এই ফোনে Sanpdragon 845 চিপসেটের সাথেই 6GB RAM দেখা গিয়েছিল। এবার Poco F2 ফোনে Snapdragon 855 চিপসেট দেখা গেল। সাথে রয়েছে 4GB RAM।
ইন্টারনেটে প্রকাশিত ছবিতে Poco F2 ফোনটিকে সামনে ও পিছন থেকে দেখা গিয়েছে। এই ছবিতে ওয়াটারড্রপ স্টাইল নচ দেখা গিয়েছে। সম্প্রতি লঞ্চ হওয়া Xiaomi Mi Play ফোনে একই ডিসপ্লে নচ দেখা গিয়েছিল।
Poco F2 ফোনে চলবে Android Pie। এছাড়াও Poco F2 এর ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট। Poco F1 ফোনেও একই চিপসেট ব্যবহার হয়েছিল। যদিও অনেকে Poco F2 ফোনে Snapdragon 855 চিপসেট আশা করেছিলেন।
Poco F1 ভারতে লঞ্চ হয়েছিল 2018 সালের অগাস্ট মাসে। মাত্র 20,999 টাকায় লিকুইড কুলিং টেকনোলজি সহ Snapdragon 845 চিপসেট দিয়ে ভারতবাসীর মন জিতেছিল Poco F1। সোমবার ভারতে Poco প্রধান সি মনমোহন টুইটারে নতুন Poco স্মার্টফোন লঞ্চের খবর জানিয়েছেন।