25 ফেব্রুয়ারি ভারতে নতুন হেডফোন নিয়ে আসছে Xiaomi। নতুন হেডফোনে ডুয়াল ডাইনামিক ড্রাইভার থাকবে। সঙ্গে থাকবে ব্রেইডেড কেবেল।
Xiaomi -র নতুন হেডফোনে ডুয়াল ডাইনামিক ড্রাইভার থাকবে
25 ফেব্রুয়ারি ভারতে নতুন হেডফোন নিয়ে আসছে Xiaomi। নতুন হেডফোনে ডুয়াল ডাইনামিক ড্রাইভার থাকবে। সঙ্গে থাকবে ব্রেইডেড কেবেল। গত বছর ভারতে একগুচ্ছ নতুন অডিও প্রোডাক্ট নিয়ে এসেছিল বেজিংয়ের কোম্পানিটি। Xiaomi -র দাবি নতুন হেডফোনে দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি থাকছে।
Perfectly balanced sound with twice the drive.#HDAudio unveiling on 25th February. pic.twitter.com/bXDvofZLS9
— Mi India #108MP IS COMING! (@XiaomiIndia) February 21, 2020
সম্প্রতি ট্যুইটারে কোম্পানির অফিশিয়াল হ্যান্ডেল থেকে নতুন হেডফোনের টিজার ভিডিও প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। 10 সেকেন্ডের এই ভিডিওতে নতুন হেডফোনে ব্রেইডেড কেবেল দেখা গিয়েছে। কোম্পানি জানিয়েছে এই হেডফোনে ‘দুর্দান্ত অভিজ্ঞতা' হতে চলেছে।
নতুন অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলিং হেডফোন নিয়ে এল Sony
নতুন হেডফোনে ব্যালেন্সড সাউন্ড কোয়ালিটি থাকছে। হাই ডেফিনেশন অডিওর জন্য এই হেডফোনে ডুয়াল অডিও ড্রাইভার থাকতে পারে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কম দামে দারুণ ফিচার! এসে গেল Lenovo HT10 Pro
যদিও নতুন ইয়ারফোন সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি Xiaomi। গত বছর ভারতে লঞ্চ হয়েছিল Realme Buds 2। 599 টাকায় এই হেডফোন বিক্রি হয়। এই হেডফোনেও রয়েছে ব্রেইডেড কেবেল। সঙ্গে রয়েছে 11.2 মিমি ড্রাইভার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iQOO 15 Ultra Visits Geekbench With Impressive Performance Benchmark Scores
Microsoft Reports Declining Gaming Revenue, Xbox Hardware Sales