অ্যামাজনের নতুন অ্যাড টু ডেলিভারি ফিচার মাত্র এক ক্লিকেই শিপিং হওয়ার আগে পর্যন্ত পূর্বের অর্ডারের সঙ্গে নতুন অর্ডার করা সামগ্রী জুড়ে দেবে।
Photo Credit: Amazon
Amazon অনলাইন শপিং সহজ করতে অ্যাড টু ডেলিভারি ফিচার আনল
অনলাইনে কয়েকটা জিনিস অর্ডার দেওয়ার প্রয়োজন৷ ফোনে অ্যাপ খুললেন বা সরাসরি ওয়েবসাইটে গেলেন। পুরো পেমেন্ট করে বা ক্যাশ অন ডেলিভারি (COD) করে পছন্দ মতো জিনিসও অর্ডার দিলেন। কিন্তু কয়েক মিনিট বা কয়েক ঘন্টা পর হঠাৎই মনে পড়ল, যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটাই কিনতে ভুলে গিয়েছেন। অগত্যা নতুন করে অর্ডার দেওয়ার ঝামেলা। কারণ পরে কিনতে গেলে সেটা আগের অর্ডারে না গিয়ে নতুন অর্ডারে চলে যায়। আমরা প্রায়ই এমন পরিস্থিতির সম্মুখীন হই। তবে ভুলে যাওয়ার সমস্যা মেটাতে এখন খুব দরকারি একটি ফিচার নিয়ে হাজির হয়েছে Amazon। ই-কমার্স জায়েন্টটির নতুন 'অ্যাড টু ডেলিভারি' বৈশিষ্ট্য অনলাইনে কেনাকাটা আরও সুবিধাজনক করে তুলবে।
অ্যামাজনের নতুন অ্যাড টু ডেলিভারি ফিচার মাত্র এক ক্লিকেই শিপিং হওয়ার আগে পর্যন্ত পূর্বের অর্ডারের সঙ্গে নতুন অর্ডার করা সামগ্রী জুড়ে দেবে। পরে অর্ডার করা পণ্যে আলাদা ডেলিভারি চার্জ লাগবে না। শুধুু আপনার যা প্রয়োজন তা খুঁজে বের করে 'অ্যাড টু ডেলিভারি' বাটনে ক্লিক করতে হবে। তারপর সেই পণ্যটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পরবর্তী ডেলিভারিতে যুক্ত হয়ে যাবে। দিনের দিন ডেলিভারি হোক বা তার কয়েক দিন পরে, শিপিংয়ের আগে পর্যন্ত সবক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে।
এই সুবিধা অ্যামাজনে সব পণ্যে পাওয়া যাবে না। যে সব সামগ্রীতে ফিচারটি উপলব্ধ, সেই পণ্যগুলির পেজের নীচে একটি নীল রঙের 'অ্যাড টু ডেলিভারি' বাটন দেখা যাবে। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পণ্যটি আগের অর্ডারে যুক্ত হয়ে যাবে। ভুল করে অপশনে ক্লিক করে ফেললে অর্ডার বাতিল করার জন্য ‘Undo' অপশন পাওয়া যাবে। অ্যামাজনের মোবাইল শপিং অ্যাপ এবং ওয়েবসাইটে ফিচারটি উপলব্ধ।
অ্যামাজন অ্যাড টু ডেলিভারি ফিচারের জন্য যোগ্য পণ্য নীল রঙের বোতাম দিয়ে চিহ্নিত থাকবে
Photo Credit: Amazon
অ্যামাজন অ্যাড টু ডেলিভারি বর্তমানে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। এটি পোশাক, ইলেকট্রনিক্স, মুদিখানা এবং বইয়ের মতো সামগ্রীর উপর প্রযোজ্য। এই ফিচারের জন্য যোগ্য সমস্ত পণ্য নীল রঙের 'অ্যাড টু ডেলিভারি' বোতাম দিয়ে চিহ্নিত থাকে। ফিচারটি ব্যবহার করার জন্য Prime সাবস্ক্রিপশন থাকতে হবে। আশা করা যায়, আমেরিকার পর ভারতেও অ্যাড টু ডেলিভারির সুবিধা পাওয়া যাবে।
উল্লেখ্য, প্রিমিয়াম স্মার্টফোন নিতে ইচ্ছুক ক্রেতাদের জন্য একটি দুর্দান্ত ডিল এনেছে অ্যামাজন ইন্ডিয়া। OnePlus 13 বিক্রি হচ্ছে 63,999 টাকায় (12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ)। এই দেশে লঞ্চের সময় দাম 69,9999 টাকা ছিল। অর্থাৎ 6,000 টাকার সরাসরি ডিসকাউন্ট। এছাড়াও, ক্রেতারা ব্যাংক অফার ধরে 4,000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। ফলে দাম 59,999 টাকায় নেমে আসবে। অর্থাৎ 10,000 টাকা সাশ্রয় করার সুযোগ মিলছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket